-(83)-68f20b4699aa5.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকায় পরিবারের সদস্যদের হাত-পা বাঁধার পর বিমলা পদ্দার (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বিমলা পদ্দার তালোড়া বাজারে তার পৈতৃক বাড়িতে অবিবাহিত পাঁচ ভাই-বোনের সঙ্গে খৈল-ভুষির ব্যবসা করতেন। দুইতলা বাড়িটির নিচতলায় ছিল দোকান ও গুদামঘর, আর দ্বিতীয় তলায় তারা বসবাস করতেন।
রাতে মুখোশধারী ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের একে একে ধরে হাত-পা বেঁধে ফেলে। এ সময় বৃদ্ধা বিমলা পদ্দার বাধা দিতে গেলে ডাকাতেরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর ডাকাত দল বাড়ি থেকে প্রায় সাত লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এটি একটি পরিকল্পিত ডাকাতি ও হত্যা। তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এদিকে, ডাকাতি ও হত্যার এই ঘটনায় এলাকায় গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
- জুয়েল হাসান/এমআই