আ.লীগের শাসনামলে বাংলাদেশ ছিল ভারতের অঙ্গরাজ্য : মেজর হাফিজ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৮:০০
-(86)-68f22ff315dba.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ছিল ভারতের অঙ্গরাজ্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রর্ম)।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মাঠে লালমোহন উপজেলা আলিয়া মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মেজর হাফিজ বলেন, ‘আওয়মী লীগের শাসনামলে বাংলাদেশ ছিল ভারতের অঙ্গরাজ্য। আওয়ামী লীগ হত্যা, গুম লুণ্ঠন ইত্যাদি করে এ দেশের মেরুদন্ড ভেঙে দিয়েছে। আর একটা কাজ করেছে শুধু ভারতের স্বার্থ রক্ষা করেছে। আজব আজব বৈষম্যমূলক আইন ভারতের সঙ্গে করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এ দেশের ছাত্র সমাজ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল যখন রাজপথে নেমে আসে তখন শেখ হাসিনা এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এখন তাদের মানিলন্ডারিংয়ের জন্য আন্তর্জাতিকভাবে বিচার শুরু হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনি সহিংসতা এ দেশে সূচনা করেছে শেখ হাসিনা। যেটা তিনি গত ১৬ বছর সকল নির্বাচনে চালিয়ে গেছেন। এমন কোনো অপকর্ম নাই যে তারা করেনি। আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ ছিল ভারতের একটি অঙ্গরাজ্য। আওয়ামী লীগের কাজ ছিল ভারতীয়দের পূজা করা। তাদের সকল চাওয়া পাওয়া পূরণ করা। শেখ হাসিনা ও শেখ মুজিবের শাসন আমলে কেবল মাত্র দু:শাসনই আমরা পেয়েছি। ওদের একমাত্র কাজ ছিল দেশের সম্পদ লুটপাট করা। দেশের মধ্যে যাতে তাদের অপকর্মের প্রতিবাদ কেউ করতে না পারে তার জন্য তার হত্যালীলা শুরু হরে। আয়নাঘর নামক বন্দিশালায় নিয়ে নির্মম নির্যাতন করেছে। বিএনপির কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে। হিটলারের বাহিনী এমনকি পাকিস্তানি বাহিনীও এত অত্যাচার করেনি যা আওয়ামী লীগ সরকার করেছে।
লালমোহন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদ কামরুজ্জামান বাবুলসহ উপজেলা মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
- মো. সোয়েব মেজবাহউদ্দিন/এমআই