শিক্ষা-জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই : ডিসি কামরুজ্জামান
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৮:২৭
ছবি : বাংলাদেশের খবর
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান বলেছেন, শিক্ষা-জ্ঞান ছড়িয়ে দেওয়ার মতো আনন্দ আর কিছুতে নেই। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কথা বলা এবং তাদের পড়ানো অসাধারণ ব্যাপার। এতে দুটি লাভ হয়। এক, বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করতে পারছি এবং তাদের পড়াতে পারছি। আরেকটি হলো ওই স্কুলে কোনো সমস্যা আছে কিনা সেটাও সরেজমিনে দেখতে পারছি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন ও মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একটি শিক্ষিত জাতিই দেশের উন্নয়ন করতে পারে। প্রজাতন্ত্রের কর্মচারী ও দেশের একজন নাগরিক হিসেবে শিক্ষা খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।

প্রাণবন্ত এ মুহূর্তে আগত অতিথিদের অতি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী মতামত আগামী দিনে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করবে বলে জানান প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। তারা জানান, জেলা প্রশাসক সময় পেলেই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। কোমলমতি শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, বিভিন্ন ক্লাসে গিয়ে পাঠদান করান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ঘুরে দেখেন। একইসঙ্গে শিক্ষা বিষয়ক পরামর্শ দেন। মনে হয়েছে যেন শিক্ষা ব্যবস্থায় আমরাও নতুন কিছু শিখেছি। জেলা প্রশাসক মহোদয়ের এ কর্মকাণ্ড স্থানীয় শিক্ষানুরাগী ও সুধীজনদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
একাধিক শিক্ষার্থী জানান, ডিসি স্যার আমাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, আমাদের খোঁজখবর নিয়েছেন। স্যার আমাদের বিভিন্ন প্রশ্ন করেছেন এবং মজার গল্প বলেছেন। সেই সঙ্গে কীভাবে পড়া মনে রাখা যায়, সেই নিয়মও শিখিয়ে দিয়েছেন।
পরবর্তীতে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের লাল শাপলা হল মিলনায়তনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও খেলার মাঠের জন্য শিক্ষা উপকরণ— স্কুল ব্যাগ, বিভিন্ন ক্রিয়া সামগ্রী (ফুটবল, নেটসহ ভলিবল) ও নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
এ সময় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দোলন চন্দ্র রায় প্রমুখ।
অংকন তালুকদার/এমবি

