Logo

সারাদেশ

বগুড়ায় খুনসহ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৮:২৭

বগুড়ায় খুনসহ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজার এলাকায় সংঘটিত ডাকাতি ও খুনের ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া টাকা ও মোবাইল ফোন। 

শুক্রবার (১৭ অক্টোবর) বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন-শিবগঞ্জ থানার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাসেত প্রামাণিকের ছেলে রাজু (২৯), কাহালু থানার পোগইল এলাকার নাজির উদ্দিনের ছেলে ইমরান (৩১), দুপচাঁচিয়া থানার শাপলা এলাকার হাফিজারের ছেলে আসলাম (২৫), নওদাপাড়া এলাকার নবাব আলীর ছেলে জুয়েল প্রাং (২৬)।

তিনি জানান, গত ১৭ অক্টোবর রাত আনুমানিক আড়াইটায় তালোড়া বাজার এলাকার বাসিন্দা হিমু পোদ্দার আগরওয়ালার (৬২) বাড়িতে ৫-৭ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে মারধর করে এবং ঘর থেকে ২-৩ লাখ টাকা ও ৩টি মোবাইল ফোন লুট করে নেয়। এসময় হিমুর স্ত্রী বিমলা পোদ্দারকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে তারা।

ডিবি পুলিশের অভিযানে এ ঘটনায় জড়িত মূল হোতা জুয়েলসহ আসলাম, ইমরান, রাজু নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১৩,০০০ টাকা ও খুন হওয়া ভিকটিমের মোবাইলসহ দুইটি মোবাইল উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আরও জানান, বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন ডাকাতি মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর