Logo

সারাদেশ

বরিশালে আ.লীগ নেতা ইকবাল গ্রেপ্তার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৮:৫১

বরিশালে আ.লীগ নেতা ইকবাল গ্রেপ্তার

বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবাল গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ফারুক বলেন, উজিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সে বিষয়ে গ্রহণের প্রক্রিয়া চলছে। 

গাজী আরিফুর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর