Logo

সারাদেশ

গাইবান্ধায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৯:২৫

গাইবান্ধায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় মো. রাকিব (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডের পূর্বপাশে ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম জানান, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী রাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর