চাঁদপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ২০:৩৯
চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর শহরের নাজিরপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৫ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যরা হলেন- মো. ইসমাইল (১৭), মো. রেজওয়ান ইসলাম তানিম (১৬), আনিছুর রহমান (১৫), ছলেমান আজিমীন (১৫) ও রেদুয়ান হোসেন (১৭)। এদের বসবাস শহরের বড় স্টেশন ও নাজিরপাড়া এলাকায়।
পুলিশ জানায়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম গাজী ও তার সঙ্গী ফোর্স অভিযান চালিয়ে ওই কিশোরদের গ্রেপ্তার করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ সুপারের নির্দেশে তাদের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতে সোপর্দ করা হবে।
আলআমিন ভূঁইয়া/এমবি

