Logo

সারাদেশ

লালমোহনে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৩ জেলের অর্থদণ্ড

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ২০:৫১

লালমোহনে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৩ জেলের অর্থদণ্ড

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, বাংলাদেশ নৌবাহিনী ও থানা পুলিশ তেঁতুলিয়া নদীতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে ৩ জেলেকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২০ হাজার মিটার অবৈধ জাল ও বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছ।

পরে বিকেলে বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের প্রতি জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত মাছ এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, বাংলাদেশ নৌবাহিনী, থানা পুলিশ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. সোয়েব মেজবাহউদ্দিন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত ইলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর