শ্রীপুরে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:০৪
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি অবৈধ বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম শরীফ হোসেন (৩৫)। তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মাইজউদ্দিনের ছেলে। অভিযানের সময় তার নিজ বাড়ি থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক উদ্ধারের লক্ষ্যে ওই এলাকায় অভিযান চলছিল। একপর্যায়ে শরীফ হোসেনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, ‘অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, ‘অভিযানে যেকোনো ধরনের অপরাধী বা অবৈধ কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় তৎপর রয়েছে।’
আতাউর রহমান সোহেল/এআরএস

