ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে জামায়াতে ইসলামী বাংলাদেশের যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পাঠাননগর বাজারের এনএস কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেনী জেলা আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঠাননগর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি খুরশিদ আলম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শেখ ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের আমির কে. এম. আজাদ হোসাইন, সেক্রেটারি জাফর আহাম্মদ মোল্লা, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।
এছাড়া বক্তব্য দেন ফেনী জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের শুরা সদস্য নাজিমুদ্দৌলা আরিফ, পাঠাননগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ফারুক আহমদ এবং শিবির নেতা তারেক হোসেন।
স্বাগত বক্তব্য দেন পাঠাননগর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি খুরশিদ আলম। সমাবেশে জামায়াতের যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

