মির্জাপুরে ফতেপুর ময়নাল হক কলেজে পাস করেনি কেউ
রাব্বি ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৬
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের ‘ফতেপুর ময়নাল হক স্কুল অ্যান্ড কলেজ’ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়া ১৮ শিক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
কলেজটি থেকে এবারই প্রথমবারের মতো শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এমন বিপর্যয়কর ফলাফলকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
প্রকাশিত ফলাফল ও কলেজ সূত্রে জানা যায়, মানবিক বিভাগ থেকে ১৮ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল প্রকাশের পর দেখা যায়, সবাই অকৃতকার্য।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক বলেন, ‘কলেজটি নতুন এবং শিক্ষক সংখ্যা ছিল মাত্র পাঁচজন। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নেয়নি এবং পড়াশোনায় অমনোযোগী ছিল। এ কারণেই এমন ফল হয়েছে বলে আমি মনে করি।’
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ.টি.এম. আবদুল মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা জানিয়ে বলেন, ‘এই বিষয়ে আমাদের সহকারী প্রধান শিক্ষক বিস্তারিত বলতে পারবেন।’ এরপর তিনি ফোন কেটে দেন এবং পরে ফোন বন্ধ করে রাখেন। সহকারী প্রধান শিক্ষক গৌর চন্দ্র সরকারকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার বলেন, ‘এমন ফলাফলের পেছনে কয়েকটি কারণ রয়েছে। শিক্ষার্থীরা ক্লাসমুখী না হয়ে প্রাইভেট টিউশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। আন্দোলনের পর অনেকেই পড়াশোনায় বিমুখ হয়। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, অভিভাবকদের কথা শোনা-এই মৌলিক শিক্ষাগত সংস্কৃতির অভাবও দায়ী। তারা নিজেদের ‘হিরো’ ভাবতে শুরু করেছিল, ফলে ফলাফল হয়েছে শূন্য।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. আরিফুল ইসলাম বলেন, ‘বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস/এমআই

