Logo

সারাদেশ

পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের মৃত্যুর অভিযোগ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৪৮

পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের মৃত্যুর অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসার কারণে পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনার জেরে রোগীর স্বজনরা মা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভাংচুর এবং অগ্নিসংযোগ চালায়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার (১৮ অক্টোবর) সকালে পলাশবাড়ী উপজেলায় এই ঘটনাটি ঘটে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছি গ্রামের পারুল বেগমকে সিজার করার জন্য ক্লিনিকে নেওয়া হয়। রাত প্রায় ১১টার দিকে সিজার শুরু হলেও ভোর ৪টায় প্রসূতি ও নবজাতক দু’জনই মারা যান। মৃতদেহ রংপুরের হাসপাতালে রেফার করার কথা জানানো হলেও স্বজনদের সন্দেহ হওয়ায় তারা বিক্ষুব্ধ হয়ে ক্লিনিকের সামনে ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। পরে মরদেহ নিয়ে স্বজনেরা বিশ্রামগাছি গ্রামের স্বামীর বাড়িতে নিয়ে যান।

নিহত পারুল বেগম জামালপুর গ্রামের বাদশা মিয়ার কন্যা এবং বিশ্রামগাছি গ্রামের শামিম মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। স্বজনরা দাবি করেন, সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। তারা সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স ফাতেমা বেগমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্লিনিক বন্ধ করার দাবি করেছেন।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের আয়া ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, ‘অগ্নিসংযোগের খবর পাওয়ার আগেই ক্লিনিক স্টাফরা আগুন নেভিয়ে দিয়েছেন।’

পলাশবাড়ী থানার ওসি মো: জুলফিকার আলী ভুট্টু জানান, ‘সিজারিয়ান অপারেশনের পর বিক্ষুদ্ধ লোকজনকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আতিকুর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর