জয়পুরহাটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:৫৭
-68f3568195b58.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কামারগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম নাসির উদ্দিন (৫৮)। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন। তার বাড়ি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মুন্সিপাড়া গ্রামে। আহতরা হলেন— ইসলামপুর গ্রামের ভুট্টু মিয়ার ছেলে নাঈম হোসেন (২২), পাইকরপাড়া গ্রামের খলিলের ছেলে হাবিবুল (১৮) এবং ইসলামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফিরোজ হোসেন (২২)।
জয়পুরহাট জেনারেল হাসপাতাল, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হাবিবুল দুই আরোহী নাঈম ও ফিরোজকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ক্ষেতলালের বটতলী বাজার থেকে ক্ষেতলালের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে নাসির উদ্দিন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে কামারগাড়ি এলাকায় তাদের মোটরসাইকেল সংঘর্ষে জড়ায়। এতে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নাসির উদ্দিনকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত নাঈম, হাবিবুল ও ফিরোজকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হাবিবুল জয়পুরহাট হাসপাতালে ভর্তি আছেন, আর ফিরোজ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, ‘মুখোমুখি সংঘর্ষে নাসির উদ্দিন নিহত হয়েছেন। তার মরদেহ ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মাহফুজ রহমান/এআরএস