Logo

সারাদেশ

সরাইলে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:০৩

সরাইলে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

দৈনিক ভোরের চেতনার বাগেরহাট জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক এ. এস. এম. হায়াত উদ্দীনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলা সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ইউনিটের সাধারণ সম্পাদক মো. আবদুল করিম মাস্টার।

মানববন্ধনে বক্তব্য রাখেন সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরীফ উদ্দীন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ইউনিটের সভাপতি আবেদুর আর শাহীন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম, দৈনিক ভোরের চেতনার সরাইল ক্রাইম রিপোর্টার ফয়জুল এবং বিজয়নগর উপজেলা স্টাফ রিপোর্টার শাহ আলমগীর হোসাইন।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের সরাইল সংবাদদাতা মোখলেছুর রহমান ও জহিরুল ইসলাম রিপন, দৈনিক আমার বার্তার সরাইল উপজেলা প্রতিনিধি মো. রিমন খান, দৈনিক নওরোজের সরাইল প্রতিনিধি আবদুল মোমিন খান, উপজেলা সাংবাদিক পরিষদের সেক্রেটারী আল ফারুক, মো. রফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন, রাহাত হোসেন, মো. খোকন মিয়া, মনির হোসেন, প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার এবং দৈনিক ভোরের চেতনার ব্রাহ্মণবাড়িয়া ফটো সাংবাদিক মো. মোসলেম উদ্দীন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর যে ধরনের নির্যাতন হচ্ছে তা বন্ধ করতে হলে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা এও দাবি করেন, সাংবাদিক এ.এস.এম. হায়াত উদ্দীন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রিমন খান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর