পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার প্রভাব দূর হবে : দ্বীন মোহাম্মদ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:১৪
ছবি : বাংলাদেশের খবর
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার প্রভাব দূর হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ।
শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ফেনী জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দ্বীন মোহাম্মদ বলেন, ‘পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে কালো টাকার প্রভাব দূর হয়ে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে উঠবে। পুরোনো বন্দোবস্তে ফিরে যাওয়া জুলাইয়ের রক্তের সাথে বেইমানি হবে। জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর মাধ্যমে নির্বাচন দিতে হবে। একটি বড় দল পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না বলে জনগণকে অবমূল্যায়ন করছে।’
তিনি আরও বলেন, ‘মুসলমানদের এদেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন ছাড়া প্রকৃত সুবিচার প্রতিষ্ঠিত হতে পারে না। তাই সৎ লোক তৈরির কারখানা জামায়াতে ইসলামীর সৎ, যোগ্য ও মানবতার কল্যাণে নিবেদিত প্রার্থীদের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে প্রতিটি ঘরে দাওয়াত পৌঁছাতে হবে।’
জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, অপর জেলা নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক।
একই দিন ওই হলে পুরুষ রুকনের সম্মেলন শেষে মহিলা রুকনদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬-২৮ সেসনের জন্য আমীরে জামায়াত নির্বাচন করার জন্য এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় পনেরো’শ রুকন গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল ঘোষণা করা হবে।
- এম. এমরান পাটোয়ারী/এমআই

