কুষ্টিয়ায় বালুর ঘাটে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:৪২
-(38)-68f36f09c8b0a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে বালুর ঘাটে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছে। এছাড়া কয়েক লাখ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, লাহিনীপাড়ার হুজুর আলীর ছেলে ফরিদ হোসেন, ইদ্রিসের ছেলে সবুজ ও আশরাফুলের ছেলে হাসিবুল হাসান শান্ত। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গড়াই নদীর লাহিনীপাড়ায় বালু তোলার ইজারা পায় ঠিকাদার প্রতিষ্ঠান মানহা টিম্বার। বরাদ্দের পর থেকে বালু তুলছে প্রতিষ্ঠানটি। গতকাল রাতে বেশ কয়েক জন অস্ত্র নিয়ে বালুর ঘাটে হামলা করে। এক পর্যায়ে তারা কয়েক লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হাসিবুল হাসান শান্ত বলেন, রাত ৩টার দিকে গুলি করতে করতে ১০ থেকে ১২ জন যুবক ঘাটে হামলা করে। গুলির শব্দ পেয়ে পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে আহত হই। এসময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়। এছাড়া আরও একজনকে মারধর করে কয়েক লাখ টাকা নিয়ে যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘গভীর রাতে বালুর ঘাটে গুলির ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধসহ কয়েক জন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
- আকরামুজজামান আরিফ/এমআই