কিছু দল ধর্মের অপব্যাখ্যা করে জনগণকে প্রভাবিত করতে চায় : ডা. জাহিদ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:২৯
ছবি : বাংলাদেশের খবর
কিছু দল ধর্মের অপব্যাখ্যা করে জনগণকে প্রভাবিত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহিদ বলেন, ‘প্রত্যেক মানুষকে নিজের আমলের জবাব নিজেকেই দিতে হবে। অথচ এখন কিছু লোক মানুষকে বিভ্রান্ত করছে-বলে বেড়াচ্ছে তাদের ভোট দিলে স্বর্গে যাওয়া যাবে। এমন বিভ্রান্তিকর কথায় মানুষ যেন না পড়ে। এতে ইমান দুর্বল হয়। কিছু দল ধর্মের অপব্যাখ্যা করে জনগণকে প্রভাবিত করতে চায়।’
তিনি বলেন, ‘অতীতের নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট শেষ হয়ে যেত। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে রাতের আঁধারেই ভোট হয়ে গেছে। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সত্যিকারের জনগণের ভোটের নির্বাচন হবে।’
ডা. জাহিদ হোসেন বলেন, ‘যে নেতা জনগণের পাশে থাকবে, এলাকার উন্নয়নে কাজ করবে তাকেই ভোট দিন। আমাদের সবার মতো আমারও একটি ভোট আছে। এই ভোটাধিকার সবার সমান, তাই দায়িত্বশীলভাবে তা প্রয়োগ করতে হবে। কেউ যদি লোভ দেখায় বা প্রলোভন দেয়, তাতে যেন কেউ প্রভাবিত না হন। ভোটের দিন সাহস করে ভোটকেন্দ্রে যান, নিজের ভোট নিজেই দিন।’
পথসভায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।
- মো. লুৎফর রহমান/এমআই


