Logo

সারাদেশ

শ্রীপুরে সাংবাদিকের মোবাইল ছুড়ে ফেলার অভিযোগে এসআই ক্লোজড

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:২৪

শ্রীপুরে সাংবাদিকের মোবাইল ছুড়ে ফেলার অভিযোগে এসআই ক্লোজড

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর থানায় সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে থানা চত্বরে এ ঘটনা ঘটে, যা প্রত্যক্ষ করেন স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু থানায় এক ভুক্তভোগীর বক্তব্য নেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত এসআই আলমগীর হোসেনকে প্রশ্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কর্মকর্তা সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন।

এ ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হলে বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। এক ঘণ্টার মধ্যেই এসআই আলমগীর হোসেনকে গাজীপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

এ বিষয়ে সাংবাদিক হোসাইন আলী বাবু বলেন, ‘আমি একজন পেশাদার সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কিন্তু আমার ওপর এই ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত ও অপেশাদার। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দাবি করছি।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • আতাউর রহমান সোহেল/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর