Logo

সারাদেশ

সোনার দেশ গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে : ড. শফিকুল ইসলাম মাসুদ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:৩৭

সোনার দেশ গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে : ড. শফিকুল ইসলাম মাসুদ

ছবি : বাংলাদেশের খবর

সোনার দেশ গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বাউফল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সোনার দেশ গড়তে হলে আগে সোনার মানুষ তৈরি করতে হবে। যেমনভাবে আল্লাহর রাসূল (সা.) মদীনা রাষ্ট্র গড়ার আগে একদল সোনার মানুষ তৈরি করেছিলেন, আমরাও তেমনি আদর্শ মানুষ গড়ার কাজেই আত্মনিয়োগ করতে চাই।’

তিনি বলেন, ‘ইসলামী ছাত্রশিবির কেবল একটি ছাত্রসংগঠন নয়, এটি আদর্শ ও চরিত্রবান মানুষ গড়ার একটি আন্দোলন। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এই সংগঠন শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘ভালো ছাত্র হওয়া যেমন জরুরি, তেমনি ভালো মানুষ হওয়াও অপরিহার্য। শিক্ষার যে উদ্দেশ্য-মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা-শিবিরের উদ্দেশ্যও ঠিক তাই।’

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের খালেদ বিন ওয়ালিদ, খাদিজা, আয়েশা, বিলাল বা আবু সাঈদ মুগ্ধের মতো আদর্শ মানুষ তৈরি হতে হবে। তোমরাই বলতে পারবে-আমরা চাই মদমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি দেশ।”

ড. মাসুদ আরও বলেন, ‘শক্তি দিয়ে নয়, জ্ঞান ও আদর্শ দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। কোনো সরকার শক্তির জোরে টিকে থাকতে পারে না। স্বৈরাচার কখনো টেকে না। তাই ইসলামী ছাত্রশিবিরকে মোকাবেলা করতে হলে শক্তি নয়, আদর্শ দিয়েই করতে হবে।’

জাতীয় রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় সনদ মানে জাতীয় ঐক্য। জুলাই সনদকে আইনগত ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার করতে হবে।’

অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির বাউফল বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি নাজমুল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা মিঠু।

এছাড়া কেন্দ্রীয় আইন ও দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, মুফতি মাওলানা জাকির হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর ও উপজেলা সভাপতি মোহাম্মদ লিমন হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরিফুল ইসলাম সাগর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর