Logo

সারাদেশ

কক্সবাজারে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:৫১

কক্সবাজারে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন

প্রতীকী ছবি

কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় রং মিস্ত্রির কাজকে কেন্দ্র করে ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সরওয়ার (২৪)। তিনি সাবেক বিজিবি সদস্য আবু কামালের একমাত্র ছেলে। 

অভিযুক্ত রায়হান (২৪) একই এলাকার আতিকুর রহমানের ছেলে। তারা দুজনই পেশায় রং মিস্ত্রি এবং একসঙ্গে কাজ করতেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, ‘রঙের কাজ নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

নিহতের চাচা আবু কায়েম জানান, শনিবার দুপুরে রঙের কাজ নিয়ে সরওয়ার ও রায়হানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান ক্ষিপ্ত হয়ে কাঁচের টুকরো দিয়ে সরওয়ারের বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু কায়েম আরও বলেন, ‘আমার ভাইয়ের একমাত্র সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’ওসি ইলিয়াস খান আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

  • ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর