Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৯:২৪

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম শনিবার (১৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদ ভিত্তিতে সদর থানার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফরিদগঞ্জের ঝিনারা এলাকার ইসহাক আলীর ছেলে সুজন আলী (২৯)। অপরজন বরিশালের গৌরনদী উপজেলার খাজনাপুর এলাকার শাহ আলম মৃধার ছেলে শামীম মৃধা (৩০)।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • মো. রিমন খান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর