-(49)-68f39d119d800.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ঘোষিত নরসিংদীর রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র সহসভাপতি সাজ্জাদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ছাত্রদলের নতুন কমিটির দুই নেতা জেলা কমিটির নিকট পদত্যাগপত্র জমা দেন।
এর আগে গত ৯ অক্টোবর বৃহস্পতিবার রায়পুরা সরকারি কলেজের শিক্ষার্থী রুমন মিয়াকে সভাপতি ও শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৭ সদস্যের কমিটি গঠন করেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এরই প্রেক্ষিতে গত সোমবার (১৩ অক্টোবর) রায়পুরা সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা নতুন কমিটির পদ পাওয়া এবং পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে।
দুইজনের পদত্যাগপত্রে উল্লেখ করা হয় যে, নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এমন একজন সহকর্মীকে, যিনি আমার জুনিয়র এবং বিগত দিনে কলেজভিত্তিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি।
এছাড়াও, আমাদের কলেজের অনেক যোগ্য ও ত্যাগী ছাত্রদল কর্মী আছেন, যারা এই কমিটিতে স্থান পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু দুঃখজনকভাবে তাদের কাউকেও অন্তর্ভুক্ত করা হয়নি। বিপরীতে, কিছু এমন ব্যক্তিকে রাখা হয়েছে যারা কখনো কলেজভিত্তিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি বা সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন না। এমন অন্যায় ও অসম্পূর্ণ কমিটির সঙ্গে কাজ করা আমার পক্ষে নৈতিকভাবে সম্ভব নয়।
পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, জেলা কমিটির মতামতকে উপেক্ষা করে কেন্দ্রীয় কমিটির রাতের আঁধারে করা পকেট কমিটি ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে ছাত্রদলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এই কমিটি বিলুপ্ত করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি চাই।
পদত্যাগ করা কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘ওই কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের প্রকৃত মূল্যায়ন হয়নি তাই পদ থেকে পদত্যাগ করেছি। জেলা কমিটির নিকট আজ পদত্যাগপত্র জমা দিয়েছি। নতুন কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে তাকে নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক নেই বললেই চলে। আর যুগ্ম সাধারণ সম্পাদক তার ছাত্রত্ব নেই। প্রশ্নবিদ্ধ কমিটিতে থাকতে চাই না। ত্যাগীদের মূল্যায়ন করে নতুন কমিটি চাই।’
নতুন কমিটি থেকে পদত্যাগ করা সিনিয়র সহসভাপতি সাজ্জাদ ভূঁইয়া বলেন, ‘আমাকে নবগঠিত কমিটিতে রাখা হয়েছিল। জেলা কমিটির নিকট পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। ত্যাগী নেতা কর্মীদের সাথে একাত্মতা পোষণ করে আমি ওই কমিটি থেকে পদত্যাগ করেছি। কারণ এখানে প্রকৃত, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। আমরা তৃণমূলের নেতাকর্মীরা এই অবৈধ কমিটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ। কমিটি বাতিল করে নতুন কমিটি চাই।’
সুমন রায়/এমআই