Logo

সারাদেশ

নির্বাচনের তফশিলের সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২০:১৫

নির্বাচনের তফশিলের সময় জানালেন প্রধান নির্বাচন কমিশনার

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, দায়িত্ব গ্রহণের শপথ অনুযায়ী তারা দেশের মানুষকে অনুকরণীয় ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে চাই। এজন্য প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল ধরনের সহযোগিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নিতে পারবে না। সরকারও জানিয়েছে, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সেই দল নির্বাচনে অংশ নিতে পারবে না। এছাড়া, কোনো গোয়েন্দা সংস্থা বা অন্য কারো প্রভাব অনুসরণ না করে নির্বাচন কমিশন সবাইকে সঙ্গে নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে।

তিনি আরও বলেন, এর আগে যে দুই-তিনটি নির্বাচন হয়েছে, সেরকম নির্বাচন এইবার হবে না। আমরা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। কোনো দল বা গোষ্ঠীর চাপের সামনে মাথা নত করবে না নির্বাচন কমিশন।

এছাড়া সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী দুমাস আগে তফশিল ঘোষণা করা প্রয়োজন।

বরিশালে সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল বিভাগের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনার রুমে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার। বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার সভাপতিত্ব করেন সভার।

সিইসি এ সময় এনসিপি দলকে শাপলা প্রতীক প্রদানের কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট করেন এবং উল্লেখ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্ধারিত সময় পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না; তবে তাদের সমর্থকরা ভোট দিতে পারবেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন সিইসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর