Logo

সারাদেশ

সালথায় জামায়াতের জনসভায় ভন্ডুল করে দিল বিএনপি

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২০:৫২

সালথায় জামায়াতের জনসভায় ভন্ডুল করে দিল বিএনপি

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের সালথায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ভন্ডুল করে দেওয়ার অভিযোগ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। 

‎শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

‎সংবাদ সম্মেলনে জামায়াতের আমির আবুল ফজল মুরাদ বলেন, ‘শনিবার বিকেল ৩টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিধিপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতের নির্বাচনী জনসভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের জনসভা ভন্ডুল করে দেন। গণতান্ত্রিক দেশে জামায়াতের শান্তিপূর্ণ অনুষ্ঠান স্থল বিএনপি অন্যায় ও বিধি বহির্ভূতভাবে সভা আহ্বান করে জামায়াতের সভাকে ভন্ডুল করার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা জানাই।'

‎জামায়াতের এ আমির বলেন, ‘বিএনপির ওই নেতাকর্মীরা তিন-চারটি দলীয় ব্যানার তৈরি করেছেন। যে ব্যানার দিয়ে আমাদের আয়োজিত সব প্রোগ্রাম ভন্ডুল করার পাঁয়তারা চালাচ্ছে। আমরা হুমকি ও আতঙ্কের মধ্যে আছি।’

‎এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সালথা উপজেলা আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ, নায়েবে আমির আজিজুর রহমান মজনু, সেক্রেটারি তরিকুল ইসলাম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল হোসেন, শ্রমিক কল্যাণের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, মাঝারদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ওলিউজ্জামান, জামায়াত ইসলামী নেতা কাজী সায়েম প্রমুখ।

‎সভা ভন্ডুলের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, ‘জামায়াতের ওই সভাস্থলে স্থানীয় বিএনপি এক নেতা জামায়াতে যোগদান করার কথা ছিল। সেজন্য বিএনপির কিছু নেতাকর্মী ওই সভায় বাধা দিয়েছে বলে শুনেছি।’

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘ঘটনার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে।’

  • ‎মো. পারভেজ মিয়া/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর