Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ১৫ জনের কারাদণ্ড

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ২১:৪৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় ১৫ জনের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদরে রাতের আঁধারে টর্চ লাইট জ্বালিয়ে প্রায় তিন ঘণ্টা চলা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে আটক ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার, পরে সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, ‘আটক প্রত্যেককে তিন থেকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের যুবক তাইম তার কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়ার এক পুকুরে গোসল করতে যান। এসময় স্থানীয় কয়েকজন তরুণ তাদের মারধর করে। এর প্রতিশোধ নিতে রাতে দুই পাড়ার শতাধিক লোক দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়ায়। আঁধারে একপক্ষ আরেকপক্ষকে শনাক্ত করতে টর্চ লাইটের আলো ব্যবহার করে হামলা চালায়, ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে অংশ নেওয়া ১৫ জনকে আটক করে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে তাদের সাজা ঘোষণা করা হয়।

ইউএনও মো. মোশারফ হোসেন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এমন কোনো পরিস্থিতি যাতে পুনরায় সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে।’

  • মো. রিমন খান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর