Logo

সারাদেশ

ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় আগুন, ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:৪১

ধামরাইয়ে ইনসেপটা ফার্মায় আগুন, ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঢাকার ধামরাইয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের কারখানায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এতে কারখানার আইপিএস ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে কেউ গুরুতর আহত হননি।

প্রাথমিকভাবে এ বিষয়ে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরিফুল ইসলাম সাব্বির/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর