Logo

সারাদেশ

সিলেটে নাতির হাতে নানি খুন

Icon

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৩:২৮

সিলেটে নাতির হাতে নানি খুন

সিলেটের জৈন্তাপুরে নাতি ইট দিয়ে আঘাত করে নানিকে হত্যা করেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজিবা বেগম (১০০) চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মৃত বদলা (সজ্জাদ) আলীর স্ত্রী।

এ ঘটনায় অভিযুক্ত সুমন আহমেদ (২০) মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। আজিবা বেগম সুমনের নানি। তিনি নানির সঙ্গেই থাকতেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে সুমনের চিৎকার শুনে পাশের ঘরের লোকজন এসে দেখেন, আজিবা বেগমের রক্তাক্ত মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। তার পাশে বসে সুমন কান্না করছে। পরে তারা ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছায়।

নিহতের পরিবার সূত্রে আরও জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। ছয় মাস আগে তার মা মারা গেছেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় অপ্রকৃতিস্থ নাতিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মো. রেজাউল হক ডালিম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর