ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) ভোররাতে উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মমতাজ কেরানি বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন সেনাবাহিনী।
জানা গেছে, সম্প্রতি সোনাগাজীর মজলিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা আবুল হোসেন সুজনের শিশু সন্তানের হাতে একটি এলজি ছবি ফেসবুকে ভাইরাল হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। সুত্রধরে রাতে মজলিশপুর ও বগাদানায় বিশেষ অভিযান চালায় সেনাবাহিনী।
সোনাগাজী সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন আলিফ আল গনি জানান, পাইকপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে একটি শপিং ব্যাগে ভর্তি দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অস্ত্রের মালিকের নাম-পরিচয় গোপন রাখা হচ্ছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় অজ্ঞাতনামা বিবাদীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এম. এমরান পাটোয়ারী/এমবি

