Logo

সারাদেশ

রূপগঞ্জে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণপিটুনি

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

রূপগঞ্জে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষককে গণপিটুনি

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ হোসেন (২২) নামে এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার বাসিন্দা। তিনি কয়েক বছর ধরে ওই মাদরাসায় শিক্ষকতা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক হোসেন নূরানী শাখার এক ছাত্রকে কৌশলে বলাৎকার করেন। পরে রাতের দিকে শিক্ষার্থী ঘটনাটি তার পরিবারকে জানালে, অভিভাবকরা মাদরাসায় উপস্থিত হয়ে অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পান। এ সময় মাদরাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী মাদরাসায় প্রবেশ করে হোসেনকে আটক করে। প্রাথমিকভাবে তিনি অস্বীকার করলেও পরে চাপের মুখে অপরাধ স্বীকার করেন। এক পর্যায়ে জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘মাদরাসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিভাবক ও এলাকাবাসী মিলে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ হোসেনকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

  • এন বি আকাশ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বলাৎকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর