বোয়ালমারীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৬
---2025-10-19T165207-68f4c3d10f0d0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাচ্চু মার্কেট, আজিজ মোল্যা মার্কেটসহ একাধিক মার্কেটে। এতে মুদি খানা দোকান, টেইলার্স, বীজ স্টোর, ওষুধের দোকান, সু স্টোর ও হোটেলসহ অন্তত ১৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী ও মধুখালি ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। বোয়ালমারী ও মধুখালি উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মার্কেটের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে।
বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর প্রথমে মধুখালি ফায়ার সার্ভিস এবং পরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আগুনের তীব্রতা আরও ভয়াবহ হয়ে যায়। বাজারে দোকানপাট বন্ধ থাকায় প্রাথমিকভাবে কেউ বুঝতে পারেনি। আগুন ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী ছুটে আসে।
বোয়ালমারী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আব্দুল খালেক বলেন, ‘আমরা ঘটনা স্থলে পৌঁছানোর আগেই মধুখালি ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। দুই দফা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় দুই কোটি টাকা ধরা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
- এমএম জামান/এমআই