Logo

সারাদেশ

৭ দফা দাবিতে কুমিল্লা সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:২০

৭ দফা দাবিতে কুমিল্লা সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ মাষ্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৈষম্য নিরসন, পেনশন সুবিধা প্রদান এবং ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণসহ সাত দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের ঘোষণার একাত্ম প্রকাশ করেছেন কুমিল্লায় সওজ শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে সংগঠনটির কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কুমিল্লা জেলার সভাপতি আব্দুল্লাহ মো. আল মামুন বলেন, ‘দাবি আদায়ে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। মাস্টাররোলভুক্ত কর্মচারীদের ‘৩২১১০৪- আনুষঙ্গিক কর্মচারী-প্রতিষ্ঠান’ কোডের আওতায় এনে মাসিক ভিত্তিতে বেতন প্রদান এবং দৈনিক মজুরির হার নির্ধারণের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। একই সাথে ২৭ মামলার নীতিমালায় আরও সাতটি মামলা অন্তর্ভুক্ত করা এবং প্রথম যোগদানের তারিখ থেকে পেনশন সুবিধা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও জানান, ৩ দিনের কর্মসূচিতেও যদি দাবি না মানা হয়, তাহলে ২৩ অক্টোবর সড়ক বিভাগের দপ্তর প্রধানের নিকট স্মারকলিপি প্রদান শেষে ২৬ অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে সচিব (সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়)-এর বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আরিফুর রহমান। জেলা সভাপতি আব্দুল্লাহ মোঃ আল মামুনের পরিচালনায় যুগ্ম সাধারণ সম্পাদক সবুর এ আলম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল খালেক, মোয়াজ্জেম হোসাইন, সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ফখরুল আরেফিন প্রমুখ।

উল্লেখ্য, রেজিস্ট্রেশন নং বি-১৫১২ নিবন্ধিত এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে।

  • সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর