Logo

সারাদেশ

ঢাকা-১৩ আসনে বিজেপি প্রার্থী ফয়সাল তাহেরের গণসংযোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:২৩

ঢাকা-১৩ আসনে বিজেপি প্রার্থী ফয়সাল তাহেরের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীর ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর) চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মনোনীত প্রার্থী ফয়সাল তাহেরের প্রচারণা ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছে।

ফয়সাল তাহের প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, পথসভা করছেন। স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী, তরুণ সমাজ এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি সবাইকে উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছেন।

তিনি বলেন, ‘রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের সেবা করার সুযোগ। আমি এই এলাকার প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। তাদের সমস্যা শুনে সমাধান করতে চাই।’

হাতে দলের প্রতীক ও ব্যানার–পোস্টার নিয়ে তার প্রচারণায় অংশ নিচ্ছেন হাজারো কর্মী–সমর্থক। স্থানীয়দের অনেকে জানান, তরুণ, শিক্ষিত ও পরিষ্কার ভাবমূর্তির কারণে ফয়সাল তাহের দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন। এলাকাজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তিনি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর