Logo

সারাদেশ

জয়পুরহাটে ৩ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:৩৫

জয়পুরহাটে ৩ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

২০ শতাংশ বাড়ি ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫০ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।

রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘বিপন্ন শিক্ষা বাঁচাতে এগিয়ে আসুন’- এই স্লোগানে জেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

বক্তারা বলেন, শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। শিক্ষকদের এখন শ্রেণিকক্ষে পাঠদান করার কথা, কিন্তু যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন।

বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে। তাঁরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যৌক্তিক দাবিগুলো দ্রুত বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

সমাবেশে বক্তব্য দেন- জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবি এম মুছা, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মণ্ডল, কোষাধ্যক্ষ আলী হাসান মুক্তা, সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস ও নির্বাহী সদস্য মেহনাজ পারভীন।

  • মাহফুজ রহমান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সমাবেশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর