সিলেটে সৃজনঘর’র ‘তারুণ্যের মাহফিল’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:৫৪
ছবি : বাংলাদেশের খবর
বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘সৃজনঘর’র সিগনেচার প্রোগ্রাম ‘তারুণ্যের মাহফিল’-এর তৃতীয় সিজন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগরের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চারটি সেশনে তরুণদের জন্য বিশেষায়িত ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা থেকে নিবন্ধিত এক হাজার তরুণ ডেলিগেটকে নিয়ে আয়োজিত ১২ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণমূলক ও উৎসবমুখর এই অনুষ্ঠানে ছিল প্যানেল আলোচনা, ইয়ুথ ওয়ার্কশপ, নাসিহা সেশন, পুরস্কার বিতরণী এবং কবিতা ও সুরের জলসা।
শনিবার সকাল ৯টায় সৃজনঘরের নির্বাহী সদস্য মুফতি আবু সুফিয়ান নাসিম ও সহযোগী সদস্য মুফতি ওয়ালী রাহমাননের হৃদয়গ্রাহী তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পুরো আয়োজনের সার্বিক পরিচালনায় ছিলেন- সৃজনঘর সভাপতি, লেখক ও গবেষক হাম্মাদ রাগিব। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাম্মাদ তাহমীম।
সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্যানেল আলোচনায় দৈনিক প্রথম আলোর সহকারী সম্পাদক মনযূরুল হকের সঞ্চালনায় ‘বাঙালি মুসলমানের সাংস্কৃতিক রাজনীতি: নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি’ বিষয়ে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক সালাহউদ্দীন জাহাঙ্গীর, কথাসাহিত্যিক সাবের চৌধুরী, তরুণ বুদ্ধিজীবী ইফতেখার জামিল ও অ্যাক্টিভিস্ট জামালুদ্দীন মুহাম্মদ খালিদ।
বেলা ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত ইয়ুথ ওয়ার্কশপে স্বতন্ত্র তিনটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন খ্যাতিমান তিনজন বিশেষজ্ঞ প্রশিক্ষক। এর মধ্যে বহুমাত্রিক লেখক ও বুদ্ধিজীবী মুসা আল হাফিজ ‘ইসলামি ঐতিহ্যের আলোকে তরুণদের আত্মপরিচয়’ বিষয়ে, লেখক ও আলোচক মুফতি রেজাউল করিম আবরার ‘ইসলামের আলোকে নেতৃত্ব ও ক্যারিয়ার ভিশন’ বিষয়ে এবং ইসলামি অর্থনীতি গবেষক ও লেখক মোহাইমিন পাটোয়ারী ‘হালাল ফাইন্যান্স ও আধুনিক ব্যাংকিং: তরুণদের আগামীর পথচলা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিহা সেশনে তিনজন খ্যাতিমান ইসলামিক স্কলার বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন। এর মধ্যে মাওলানা শরীফ মুহাম্মদ ‘দেশীয় ও বৈশ্বিক সংকট: রাজনৈতিক সচেতনতার তরিকা’, মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ‘স্ট্রেস, ডিপ্রেশন ও আধ্যাত্মিক শান্তি’ এবং মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন ‘নিজেকে উন্নত করার নাসিহা’ বিষয়ে তরুণদের উদ্দেশে বিশেষ বক্তব্য প্রদান করেন।
সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় সৃজনঘর আয়োজিত কলেজ-ইউনিভার্সিটিভিত্তিক জাতীয় সিরাত প্রতিযোগিতা ‘টুয়েলভ মিনিট সিরাত ২০২৫’-এর পুরস্কার বিতরণী। এতে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিজানুর রহমান নাঈমকে পবিত্র উমরাহ প্যাকেজ, দ্বিতীয় স্থান অর্জনকারী ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার শিক্ষার্থী ইহসানুল হক খানকে একটি ল্যাপটপ এবং তৃতীয় স্থান অর্জনকারী ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মুবিদুর রহমান নাবিলকে একটি ডেস্কটপ পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া দেশের ৮০টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে সেরা ১২ জনের বাকি ৯ জনকেও নগদ অর্থসহ বিশেষ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণে অংশ নেওয়া ডেলিগেটদের মধ্যে অনুষ্ঠিত ‘ঝটপট প্রশ্ন-ঝটপট উত্তর’ ও ‘টেন মিনিট এক্সাম’-এর বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।
অন্যদিকে, বহুজাতিক এআই কোম্পানি কো-ওয়ার্কারের টাস্কে অংশগ্রহণকারীদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী তিনজনকে যথাক্রমে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোন প্রদান করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালার শেষে ডেলিগেটদের আত্মিক প্রশান্তির জন্য অনুষ্ঠিত হয় ‘কবিতা ও সুরের জলসা’। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজিত এ পর্বে কবিতা আবৃত্তি করেন সিলেটের খ্যাতিমান আবৃত্তিশিল্পী কবি মীম সুফিয়ান এবং সংগীত পরিবেশন করেন গীতিকার ও সুরকার আহমদ আবদুল্লাহ, শেখ এনাম, আহমদ উসমান ও শেখ এমাদ।
রাত ৯টায় মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে বৃহত্তর সিলেটের তরুণ সমাজকে ঘিরে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘তারুণ্যের মাহফিল’র তৃতীয় সিজনের।
- মো. রেজাউল হক ডালিম/এমআই

