Logo

সারাদেশ

১৪ শিক্ষকের ৫ শিক্ষার্থী, এইচএসসিতে সবাই ফেল

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২০:৩৬

১৪ শিক্ষকের ৫ শিক্ষার্থী, এইচএসসিতে সবাই ফেল

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় অবস্থিত মাওনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া পাঁচজন শিক্ষার্থীর সবাই ফেল করেছেন। অবাক করার মতো বিষয় হলো-ওই কলেজে কলেজ শাখায় পাঠদানের জন্য নিয়োজিত ছিলেন ১৪ জন শিক্ষক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটির কেউই পাস করতে পারেনি। পরীক্ষার্থীদের মধ্যে তিনজন ছিলেন মানবিক বিভাগ থেকে এবং দুইজন বিজ্ঞান বিভাগ থেকে। 

স্থানীয় সূত্র জানায়, তাদের মধ্যে দুজন শিক্ষার্থী কেবল একটি বিষয়ে পরীক্ষায় অংশ নেয়, তবুও তারা পাস করতে পারেনি।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে শ্রীপুর উপজেলায় মোট ২ হাজার ৮৮১ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং পাস করে ১ হাজার ৫৪৭ জন। জিপিএ–৫ পায় ৪৭ জন। উপজেলায় গড় পাসের হার ৫৩ দশমিক ৭০ শতাংশ হলেও মাওনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফলাফল ছিল শূন্য শতাংশ। এতে প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিভাবক ও স্থানীয়রা বলছেন, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে না, সময় কাটায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অপরদিকে প্রতিষ্ঠানটি শিক্ষার মান রক্ষা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

একজন অভিভাবক বলেন, ‘এসব নামসর্বস্ব কলেজে সন্তান ভর্তি করিয়ে আমরা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি। শিক্ষা অফিসের উচিত কঠোর নজরদারি করা।’

কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রওশন হাসান রুবেল বলেন, ‘আমাদের ক্যাম্পাস স্থানান্তরিত হয়েছে। পাঁচজন শিক্ষার্থী অংশ নিয়েছিল, তাদের মধ্যে তিনজন নিয়মিত ও দুজন অনিয়মিত ছিল। একজন পরীক্ষায় অংশ নেয়নি।’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ওই কলেজের ফলাফল শূন্য হওয়ায় আমরা তাদের কাছে ব্যর্থতার কারণ জানতে চিঠি ইস্যু করব। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

  • আতাউর রহমান সোহেল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পরীক্ষা ও ফলাফল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর