Logo

সারাদেশ

বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ২১:২১

বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটে সরকারি পিসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি বেল্লাল শেখের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পালকিঘর এলাকায় এ ঘটনা ঘটে।

বেল্লাল শেখ সরকারি পিসি কলেজে ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণে হলেও পড়াশুনার সবাদে জেলা সদরের দশানী এলাকাতে থাকেন।

জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন ছাত্রদলের দেয় কেন্দ্রীয় সংসদ। সেখানে বেল্লাল শেখকে সভাপতি এবং রেদওয়ান কাদের সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া বাগেরহাট জেলার ৩০টি কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এরপর থেকেই বিভিন্ন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগ্য মাধ্যম ও দলীয় পর্যায়ে নানা অভিযোগ ও আলোচনা শুরু হয়েছে।

নবগঠিত ওই কমিটি কেন্দ্র করে বিরোধের জেরে এক পক্ষ বেলাল শেখসহ তাদের লোকজনের উপর ওই হামলা করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কলেজ ছাত্রদল সভাপতি বেল্লাল শেখ, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আয়শা আক্তারসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। তবে হামলাকারীদের পরিচয় স্পষ্ট করে বলতে চাননি বেল্লাল শেখ।


স্থানীয়রা জানান, নবগঠিত পিসি কলেজ ছাত্রদলের সভাপতি বেল্লাল শেখ ও তার অনুসারীরা কলেজের পালকি ঘর সংলগ্ন পুকুর পাড়ে আসলে প্রতিদ্বন্দ্বী গ্রুপ তাদের ওপর হামলা চালায়। কিল, ঘুসি, লাখি মারতে থাকে বেল্লাল ও তার সঙ্গে থাকাদের উপর।

কলেজ ছাত্রদলের সভাপতি বেলাল শেখ বলেন, ‘আমরা নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা করা হয়।’

তিনি আরও বলেন, ‘হামলাকারীদের মধ্যে কয়েকজন এই কমিটির সদস্য রয়েছেন। তবে হামলার কারণ জানি না।’

আর হামলাকারীদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মানসিক চাপে আছি, এ বিষয়ে পরে কথা বলব।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ৬ জন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলাকারীদের মাঝে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সামিরসহ অনেকে ছিলেন। গ্যাঞ্জাম শুরু হলে স্থানীয় বেশ কিছু শিক্ষার্থী তাদের মুঠোফোনে ভিডিও নেয়। এ কারণে এক ছাত্রীর মুঠোফোন পার্শবর্তী পুকুরে ফেলে দেওয়া হয় এবং তাকে বকাঝকা করেছে কয়েকজন।

সরকারি পি.সি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোসা. আয়শা সিদ্দিকা বলেন, ‘যেখানে নিজেদের কর্মীরাই নিরাপদ নয়, সেখানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে এটাই এখন বড় প্রশ্ন। ছাত্র রাজনীতি মানে নেতৃত্ব, আদর্শ আর ঐক্য; কিন্তু এখানে দেখা যাচ্ছে, নিজেদের লোকের হাতেই কর্মীরা আক্রান্ত হচ্ছে, যা শুধু লজ্জাজনক নয়, ভয়াবহও।’

তিনি আরও বলেন, ‘সংগঠনের ভেতরে যারা ক্ষমতার দাপটে, ব্যক্তিস্বার্থে বা বাহিরের প্রভাব খাটিয়ে অরাজকতা সৃষ্টি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। ছাত্রদল যদি সত্যিই ছাত্রদের পাশে থাকতে চায়, তবে এমন ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আমি রাজনীতি করি ন্যায়ের পক্ষে দাঁড়াতে, অন্যায়ের পাশে নয়। সংগঠনের মধ্যে অন্যায়, অনিয়ম বা সহিংসতা চলতে থাকলে আমি এই পদে থাকার কোনো মানে দেখি না। প্রয়োজনে আমি পদত্যাগ করব, কিন্তু অন্যায়ের সঙ্গে আপস করব না।’

শাহারিয়ার সামির বলেন, ‘আমি দুই দিন ধরে অসুস্থ কারা কি, হামলা করেছে তা আমি জানি না।’

নবগঠিত কলেজ কমিটির সাধারণ সম্পাদক রেদওয়ান বলেন, ‘ঘটনার পর আমি কলেজে গিয়ে দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। তারা হামলার কথা জানালেও কারা জড়িত, সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। বিষয়টি নিয়ে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করছি।’

কমিটি প্রত্যাক্ষাণ করে রোববার বিক্ষোভ মিছিল হয়েছে বাগেরহাটের শরণখোলা ডিগ্রি কলেজে। বিক্ষোবকারী স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে ‘ছাত্রলীগ সমর্থিত’ বলেও উল্লেখ করেন।

এ বিষয়ে জেলা পর্যায়ে ছাত্রদলের রাজনীতিতে জড়িত দুজনের সঙ্গে কথা হয়। ‘১ বছরের বেশি সময় ধরে বাগেরহাটে জেলা ছাত্রদলের কমিটি নেই’ উল্লেখ তাদের একজন বলেন, ‘একটা বড় দল, অনেকেই পদ পেতে আগ্রহী। তবে দীর্ঘদিন স্থানীয়, জেলা ও ইউনিট কমিটি না থাকাতে তার একটা প্রভাব পড়েছে। পিসি কলেজেই ৩টি গ্রুপ। এটা জেলার সবচেয়ে পুরোনো এবং ঐতিহ্যবাহী কলেজ। তবে এই কমিটির প্রধান পদে শহরের কেউ নেই। এটা অনেককে আশাহত করেছে।’ তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।

কমিটি ও পিসি কলেজের ঘটনা নিয়ে বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল বলেন, ‘চার-পাঁচ বছর পর কলেজ কমিটি হয়েছে। বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ আসছে। এগুলো সত্য হলে নিশ্চিত দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে।’

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান বলেন, ‘এমন কিছু শুনিনি। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেব।’

  • শেখ আবু তালেব/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর