Logo

সারাদেশ

ফেনীতে ভোজনরসিকদের নতুন ঠিকানা ‘দি হেরিটেজ লাউঞ্জ’

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৮:৪৩

ফেনীতে ভোজনরসিকদের নতুন ঠিকানা ‘দি হেরিটেজ লাউঞ্জ’

ছবি : বাংলাদেশের খবর

ফেনী জেলার ভোজনরসিক ও ভোজনবিলাসীকে জন্য অনন্য এক অভিজ্ঞতা দিতে শহরে প্রথমবারের মতো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলে‑রুমে ‘দি হেরিটেজ লাউঞ্জ’ উদ্বোধন করা হলো।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ উদ্দিন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ‘বাংলার ঐতিহ্য এক টেবিলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬০ জন হাফেজের উপস্থিতিতে পবিত্র কোরআন খতমের পর দোয়া ও এক ভুরুভোজের মাধ্যমে লাউঞ্জ যাত্রা শুরু করেছে।

সংযুক্ত সূত্রে জানা গেছে, উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে যে রোববার সকাল থেকে শুরু করে তারা ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত সকল বাংলা খাবারের আইটেমে ২০ শতাংশ ছাড় দেয়া হবে। চালু হলো সকালের নাস্তা, দুপুরের নানা মাছ-মাংস-সবজি, স্পেশাল ভাজি‑ভর্তা, বিরিয়ানি, বিকেলে পরটা‑ফিশ বারবিকিউ, জুস‑আইটেম‑লাচ্ছি‑মিল্কশেক‑ভেজার্ট সহ মোট ১৫৪ প্রকার মুখরোচক খাবার।

প্রতিষ্ঠানের পরিচালক মোশারফ হোসেন মজুমদার জানান, দুপুরের খাবারে ২০ প্রকার মাংস, ১৬ প্রকার মাছ, ৭ প্রকার প্যাকেজ, ১১ প্রকার স্পেশাল ভাজি‑ভর্তা, ৯ প্রকার বিরিয়ানি, বিকেলে ২৭ প্রকার রুটি‑পরটা‑চিকেনসহ বিভিন্ন ধরনের রুটি‑প্যাকেজ, ৫ প্রকার বারবিকিউ বিভিন্ন আকার, ১২ ধরনের জুস ও কফি, ৯ ধরনের লাচ্ছি‑মিল্কশেক এবং ১৫ প্রকার ডেজার্ট‑আইটেমসহ মোট ১৫৪ প্রকার খাবার পরিবেশন করা হবে।

তিনি আরও বলেন, ‘ক্রেতাদের পছন্দ আমাদের পছন্দ। ফেনীবাসীর সহযোগিতা পেলে আগামীতে তাদের পছন্দ আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

তিনি আরও জানিয়েছেন, এ ছাড়া বিয়ে, জন্মদিন, আকর্ষণীয় সভা‑সেমিনারসহ ছোট বড় যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য উপযোগী সুযোগ‑সুবিধাসহ সামাজিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থাও রয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর