Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৩৩

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তৌসিফ খান মুসা। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তৌসিফ খান মুসা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মুসা তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া দরগাশিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত দুজন তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, রাতে মুসাসহ তিনজন বুড়াবুড়ি এলাকা থেকে অনুষ্ঠান দেখে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বোয়ালমারী এলাকায় হঠাৎ সড়কে একটি শিয়াল চলে এলে সেটির সঙ্গে ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তৌসিফ খান মুসাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুসা পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের ছাত্র ছিলেন। তিনি একজন স্বেচ্ছাসেবী রক্তদাতা (রক্তযোদ্ধা) হিসেবেও পরিচিত ছিলেন। দুই মাস আগে তার বিয়ে হয়েছিল বলে জানা গেছে। এই দুর্ঘটনায় পরিবার ও বন্ধুদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

শাপলা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিন্টু বলেন, ‘তৌসিফ খান মুসা একজন প্রকৃত রক্তযোদ্ধা ছিলেন। তিনি রক্ত দিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তার এমন মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ যেন তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।’

সাবেক উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান বলেন, ‘মুসা অত্যন্ত ভালো ছেলে ছিল। অনেক মানুষকে রক্ত দিয়ে সাহায্য করেছে। এমন একজন সৎ ও মানবিক তরুণ সড়ক দুর্ঘটনায় মারা যাবে, তা ভাবতেও পারছি না। আল্লাহ তার আত্মার মাগফিরাত দান করুন।’

তিরনইহাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘রোববার রাতে বোয়ালমারী এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আমার ইউনিয়নের মুসা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।’

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, রাতে বোয়ালমারী এলাকায় মোটরসাইকেলের সঙ্গে শিয়ালের ধাক্কা লাগার পর দুর্ঘটনাটি ঘটে। এতে এক আরোহীর মৃত্যু ও শিয়ালেরও মৃত্যু হয়। ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এসকে দোয়েল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর