ফেনী সাব-রেজিস্ট্রি অফিসে দালাল নির্মূল ও জনসেবা সহজীকরণে উদ্যোগ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৪০
-68f5bd32a6de7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস দীর্ঘদিন ধরেই দালাল ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। জনগণ এখানে এসে দালালদের খপ্পরে পড়ে চরম দুর্ভোগ ভোগ করত। বহু নাগরিক অফিস থেকে অপমান ও ভোগান্তির শিকার হয়ে ফেনী ছাড়তে বাধ্য হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র ও ভূক্তভোগীরা জানাচ্ছেন, সাব-রেজিস্ট্রি অফিস দীর্ঘদিন ধরে সিন্ডিকেট দালালদের কব্জায় ছিল। কর্মকর্তারা দালালদের নিয়ন্ত্রণে থাকায়, সরাসরি অফিসের কর্মকর্তাদের কাছে এসে সেবা গ্রহণ করা অনেক সময় সম্ভব হতো না। গ্রাহকদেরকে মোটা অঙ্ক খরচ করে দালালের মাধ্যমে কাজ করাতে হতো। এতে হয়রানি ও ভোগান্তি কমতি ছিল না।
জনসাধারণের সুবিধার্থে, সাব-রেজিস্ট্রার আবদুর রহমান মোহাম্মদ তামিম দালাল নির্মূল ও অসাধু চক্র প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোমধ্যে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের লাল ফিতা যুক্ত পরিচয়পত্র সরবরাহ করা হয়েছে। এটি নিশ্চিত করবে যে, অফিসে কেবল সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিরা প্রবেশ করতে পারবেন এবং ছদ্মবেশী দালালদের খপ্পরে পড়া থেকে জনগণ রক্ষা পাবেন।
সরকারি নিবন্ধিত মোহরার (দলিল লেখক) জন্যও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া, অফিসে জনসেবার মান বাড়াতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের জন্য ১০০ লিটারের দুটি সুপেয় পানির ফিল্টার বসানো হয়েছে। কম্পাউন্ডের তৃতীয় তলায় মহিলাদের জন্য পর্দা সহ আলাদা নামাজের ব্যবস্থা ও ওয়াশ ব্লক নির্মাণ করা হয়েছে। পুরুষদের জন্যও আধুনিক ওয়াশ ব্লক তৈরি করা হয়েছে।
এ বিষয়ে ফেনী সদর সাব-রেজিস্ট্রার আবদুর রহমান মোহাম্মদ তামিম বলেন, ‘আমি যতদিন এখানে আছি, অফিসটিকে আমি নিজের মতো মনে করি। দালালমুক্ত করে জনগণকে সহজে সেবা দেওয়ার জন্য আমি আমার সহকর্মীদের সঙ্গে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবো।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস