ফরিদপুরে স্বৈরাচার পুনর্বাসনের প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৪৭
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ (এ.কে. আজাদ) এর মাধ্যমে আওয়ামী লীগ ও সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা বন্ধে ও এর প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রদল।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সরকারি রাজেন্দ্র কলেজ শাখার ছাত্রদল সভাপতি মো. পারভেজ খানের নেতৃত্বে রাজেন্দ্র কলেজ (ডিগ্রি শাখা) থেকে প্রেসক্লাব হয়ে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
মশাল মিছিলে ফরিদপুর জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনু, সহ-সভাপতি কায়েস মাহমুদ, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ফরিদপুর পলিটেকনিক কলেজ শাখার সভাপতি শাকিবসহ জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলে বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পালিয়ে গেছে। তবে ফরিদপুরে এক ব্যতিক্রম দেখা যাচ্ছে। একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে ব্যবহার করে ফরিদপুরে দলের পুনর্বাসন শুরু করার চেষ্টা করা হচ্ছে। দক্ষিণ বঙ্গের ছাত্রদল মনে শঙ্কা প্রকাশ করেছে যে, ফরিদপুরে আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করতে এই পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, ‘যে নেতা-কর্মীরা মামলায় অভিযুক্ত, তারা কিভাবে ফরিদপুরের বুকে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা উদ্বেগজনক। ফরিদপুর শহরে কখনোই আওয়ামী লীগকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। এ.কে. আজাদ নির্বাচন করতে নয়, বরং ফরিদপুরে আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা করতে এসেছেন। আমরা তা কোনও অবস্থাতেই প্রতিহত করব।’
অপূর্ব অসীম/এআরএস


