গাজীপুরে ধানের শীষের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৫২
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ এবং ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।
রোববার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার গোসিংগা ইউনিয়ন বাজারে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপদেষ্টা মণ্ডলীর সাবেক সদস্য জহিরুল ইসলাম কাজলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিকালে বাজার এলাকায় উপস্থিত সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ এবং রাজনৈতিক প্রতীক ধানের শীষ প্রচারের মাধ্যমে দলীয় পক্ষে সমর্থন আহ্বান করা হয়।
আব্দুল মান্নান/এআরএস


