শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৭
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার ১নং সিএনবি বাজার এলাকায় পলক পাম্পের সামনে অবস্থিত মিরাক্কেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালান।
সোমবার (২০ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া থাকায় শ্রমিকরা উৎপাদন কাজ বন্ধ রেখে মহাসড়কে নেমে যান। এতে সড়কে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয় এবং তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৩০ মিনিট পর সোয়া ৯টার দিকে শ্রমিকরা কারখানার ভেতরে ফিরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, ‘আমরা গত সেপ্টেম্বর মাসের বেতন এখনও পাইনি। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বেতন দেননি। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানান, ‘বিক্ষোভের কারণে রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা চাই, এ ধরনের সমস্যা দ্রুত সমাধান হোক।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। শ্রমিকদের বুঝিয়ে কারখানায় ফিরিয়ে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’
আতাউর রহমান সোহেল/এআরএস


