Logo

সারাদেশ

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৪

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১৫:১০

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত, আটক ৪

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিহাদ (২০) নামে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া শফিউদ্দিন রোডে এ ঘটনা ঘটে। পরে রাতেই স্থানীয়রা ৪ জন ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করে।

নিহত শিক্ষার্থী গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। নিহত জিহাদ ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের ছাত্র এবং বর্তমানে পরিবারসহ টঙ্গীর দেওর আদর্শপাড়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেমিস্টার ফি পরিশোধের জন্য রোববার রাতে বাসা থেকে তিন হাজার টাকা নিয়ে বের হন জিহাদ। পথে আউচপাড়া শফিউদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় ৪ জন ছিনতাইকারী পথ আটকে তার সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে জিহাদ তাদের বাধা দিলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন জিহাদ। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় জিহাদের। 

আটককৃত ছিনতাইকারীরা হলেন— টঙ্গীর এরশাদনগর এলাকার ফজল মিয়ার ছেলে আব্দুল্লাহ (২০), হারুনের ছেলে স্বাধীন (২০), নাসিরের ছেলে আল-আমিন (২৪) এবং অজ্ঞাতনামা আরও এক যুবক।

টঙ্গী পশ্চিম থানার ডিউটি অফিসার এ এস আই জহিরুল ইসলাম বলেন, ‘নিহত কলেজ-ছাত্র জিহাদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কাজী মো. আব্দুল মান্নান/এএ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত আটক ছিনতাই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর