Logo

সারাদেশ

বগুড়ার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাকিব গ্রেপ্তার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৫:২৩

বগুড়ার বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সাকিব গ্রেপ্তার

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খান। ছবি : সংগৃহীত

বগুড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাকিব খানকে রাজধানীর শাহবাগ থানা পুলিশ বগুড়া থেকে গ্রেপ্তার করেছে। 

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের নারুলীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাকিব খান নারুলী এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাংলাদেশের খবরকে বলেন, ‘সাকিব খানের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের মামলা ছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

  • ডিআর/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর