Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৬:১১

আলফাডাঙ্গায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয় সভায়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ৩১ দফা হলো একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশ আবারও গণতান্ত্রিক পথে অগ্রসর হবে এবং জনগণের অধিকার নিশ্চিত হবে।’ 

তিনি ৩১ দফা কর্মসূচির বার্তা তৃণমূলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন-বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম. এ. আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুর এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুল প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন- আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা ৩১ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়নের শপথ নেন।

মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • মিয়া রাকিবুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর