সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৬:১৯
---2025-10-21T161803-68f75e3f46b4c.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের সীতাকুণ্ডে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ভাটিয়া–সীতাকুণ্ড রেলসেকশনের ১৫/৩ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তাপস জানান, সকাল সাড়ে ৭টার সময় ঢাকাগামী আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় আপ লাইনে থাকা আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় পুরুষকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তির শরীরের বেশ কিছু অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।
খবর পেয়ে ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শুরু করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ শনাক্তের চেষ্টা চলছে।
- মোহাম্মদ জামশেদ আলম/এমআই