Logo

সারাদেশ

গাইবান্ধায় নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৬:২৭

গাইবান্ধায় নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

অব্যাহত খুন ও নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আয়োজনে সোমবার (২১ অক্টোবর) এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক নিশাত পারভীন বর্ণা, নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য রাহেলা সিদ্দিকা, আফরোজা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, গাইবান্ধায় একের পর এক সহিংসতার ঘটনা ঘটছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতনের ঘটনাই বেশি। ধর্ষকদের কবল থেকে রক্ষা পাননি সাদুল্লাপুরের এক বৃদ্ধাও। খুন, ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দিন দিন বেড়েই চলেছে। কিন্তু গাইবান্ধার পুলিশ প্রশাসন অপরাধ দমন করতে ব্যর্থ হচ্ছে।

তারা গাইবান্ধায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

  • আতিকুর রহমান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর