দুই শিশু হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৬:৩৮
---2025-10-21T163713-68f7628c9c56d.jpg)
ছবি : সংগৃহীত
কক্সবাজারের রামু উপজেলায় দুই শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও তিন নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গণি এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গর্জনিয়া বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম, আবদু শুক্কুর, আলমগীর হোসেন বুলু, মিজানুর রহমান ও শহীদুল্লাহ। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন আবদুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা খাতুন ও লায়লা বেগম।
মামলার নথি বলছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বড়বিল এলাকায় দোকান কর্মচারী মো. ফোরকানের দুই পুত্র হাসান শাকিল (১০) ও হোসেন কাজলকে (৮) পাখির ছানা দেওয়ার প্রলোভনে অপহরণ করে জাহাঙ্গীর আলমের নেতৃত্বাধীন চক্র। মুক্তিপণ না পেয়ে তারা দুই শিশুকে হত্যা করে খালের পাড়ে ফেলে দেয়।
নয় বছর ধরে মামলার বিচার শেষে সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) মীর মোশারফ হোসেন টিটু বলেন, ‘দীর্ঘ নয় বছর বিচার প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য, প্রমাণ ও ঘটনাপরিস্থিতি বিবেচনা করে আসামিদের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত পেয়েছেন। তাই আইনের বিধান অনুযায়ী পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।’
প্রধান আসামি জাহাঙ্গীর আলম রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন, অন্যরা পলাতক।
মামলা থেকে মোকারমা সুলতানা পুতু নামের এক তরুণীকে খালাস দেওয়া হয়েছে।
- ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই