Logo

সারাদেশ

বগুড়ায় ট্রাক-ট্রলির সংঘর্ষে চালকের মৃত্যু

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৮:০১

বগুড়ায় ট্রাক-ট্রলির সংঘর্ষে চালকের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বালু বোঝায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মিঠু মিয়া (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় খানপুর ইউনিয়নের শালফা গ্রামের বোয়ালকান্দি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত মিঠু মিয়া খামারকান্দি গ্রামের আব্দুল বারি মিয়ার ছেলে।

জানা গেছে, ইশা পরিবহন নামক একটি বালুবাহী ট্রাক শেরপুরের দিকে আসছিল। বিপরীত দিক থেকে ভুট্টা বোঝাই একটি ট্রলি বোয়ালকান্দি এলাকায় ব্রিজের উপর পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রলিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ছিটকে রাস্তায় পড়ে। ট্রাকটি দুই পায়ের ওপর দিয়ে চলে গেলে ট্রলি চালক মিঠু মিয়া গুরুতর আহত হন। ট্রলিটির সামনের অংশ ব্রিজের নিচে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা এবং শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিঠু মিয়াকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

  • মো. আব্দুল ওয়াদুদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর