Logo

সারাদেশ

শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৮:৩৯

শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের বন্দরে এক শিশু গৃহকর্মীকে (১২) ধর্ষণের অভিযোগে এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা । সোমবার (২০ অক্টোবর) বিকেলে বন্দরের রূপালি জান্নাত মসজিদ গলি এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা মো. নান্নু হাওলাদার (৩৮) বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। 

গ্রেপ্তারকৃত ট্রাফিক পুলিশ কনস্টেবল হলেন- মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মো. শেখ সাদীর ছেলে মো. রুহুল আমিন (৪১)।

পুলিশ ও ভুক্তভোগীর চাচা জানায়, গত সোমবার দুপুরে ডিএমপি কলাবাগান জোনে কর্মরত ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিন, ঢাকার কলাবাগান এলাকা থেকে ভুল বুঝিয়ে শিশুটিকে তার খালি বাসা নাসিকের বন্দর রূপালি জান্নাত মসজিদ গলির সিরাজের বাড়িতে নিয়ে আসে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে রাতে ধর্ষণের শিকার গৃহকর্মী শিশুটিকে নিয়ে পুনরায় কলাবাগানে দিয়ে আসার সময় শহরের দুই নং রেলগেট এলাকায় পৌঁছালে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় জনতা ট্রাফিক পুলিশ রুহুল আমিনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ভুক্তভোগীর চাচা বাদি হয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

  • ইমতিয়াজ আহমেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর